Breaking

Wednesday, August 13, 2025

হাসিনাকে ফেরাতে মোদিকে চিঠি, ভারতের বিরুদ্ধে নানা অভিযোগও

 হাসিনাকে ফেরাতে মোদিকে চিঠি, ভারতের বিরুদ্ধে নানা অভিযোগও


     বিশেষ প্রতিবেদন, ঢাকা : এবার আর সরকারি পর্যায়ে নয়, এবার রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। কী সেই দাবি? দাবিটি এমন --- বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। ওই চিঠিতে ভারতের ‘বাংলাদেশ-নীতি’ ও ‘আগ্রাসী ভূমিকা’রও তীব্র সমালোচনা করা হয়েছে।

        আজ, বুধবার দুপুরে ঢাকায় ভারতীয় দূতাবাসের কাছে বাংলা ও ইংরেজিতে লেখা চিঠিটি হস্তান্তর করা হয়। চিঠিতিতে জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান স্বাক্ষর করেন। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে কোনো কর্মকর্তা সরাসরি চিঠি গ্রহণ না করায়, তা গ্রহণ করেন ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহ।

       চিঠিতে নরেন্দ্র মোদিকে সম্বোধন করে বলা হয়, "ভারতের জনগণকে ৭৯তম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। আপনাকে মনে করিয়ে দিতে চাই, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যাত্রা শুরু করে, যখন ভারতীয় বাহিনী বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুট করে। শুরু থেকেই ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য হিসেবে দেখতে চেয়েছিল, যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে।"

        চিঠিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে ভারত দুই দেশের মধ্যে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীর জলের ন্যায্য প্রাপ্তি থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে। অবৈধভাবে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে রেখেছে। এ ছাড়াও ভারত নিজের সুবিধার জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট রুট ও করিডর ব্যবহার করেছে।

No comments:

Post a Comment