উচ্ছেদ : মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে অখিল গগৈ
অসমজুড়ে চলছে উচ্ছেদ অভিযান। এই অভিযানে বিজেপি সরকার বিশেষ ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে "টার্গেট" করেছে বলে অভিযোগ আগেই উঠেছিল।
গতকাল, মঙ্গলবার অসম - নাগাল্যান্ড সীমান্তের উরিয়ামঘাটে উচ্ছেদ অভিযানে স্পষ্ট আওয়াজ উঠেছিল "বনাঞ্চলকে মিয়ামুক্ত করার অভিযান"।
আজ, বুধবার "রাইজর দলর" সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ রাজ্যের মুখ্যসচিব রবি কুটার সঙ্গে উচ্ছেদ অভিযান সংক্রান্ত বিষয়ে দীর্ঘ বৈঠক করলেন।
এই বৈঠকে তিনি এ সংক্রান্ত নানা বিষয় ও উৎখাত হওয়া মানুষগুলির স্বার্থে মুখ্যসচিবের কাছে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।
অসমের বহু ভূমিপুত্র ও দেশীয় মানুষ এই উৎখাত অভিযানে ভিটেমাটি হারিয়েছেন। তাঁদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ যথাযথভাবে করা ও বিষয়টি যাতে গুরুত্ব দিয়ে দেখা হয়, অখিল এদিন সেই দাবি জানিয়েছেন।
তাঁর সঙ্গে গোয়ালপাড়া, ধুবড়ি ও লখিমপুর জেলার উৎখাত পরিবারগুলির বহু সদস্য ছিলেন। মুখ্যসচিব অখিলের বক্তব্য শুনে, তাঁর দেওয়া দাবিপত্র মোতাবেক যথাযথ আইনি পদক্ষেপ নেবেন বলে এদিন আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১১ জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে দেখা করেও অখিল গগৈ একই দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছিলেন। তিনিও বিষয়টি দেখা ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন তাঁকে।
No comments:
Post a Comment