🚔 আজ ২৫-০৮-২০২৫ তারিখে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্গত বানারহাট থানার উদ্যোগে আম্বাদীপা এলাকায় একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইটি গাড়ি আটক করা হয়—
1️⃣ RJ 11 GD 3460 (সিক্স-হুইলার কনটেইনার)
2️⃣ AS 25 EC 7404 (সিক্স-হুইলার)
🔎 গাড়ি দু’টির ব্যাপক তল্লাশির পর নিম্নলিখিত সামগ্রী উদ্ধার হয়—
📌 AS 25 EC 7404 থেকে: ৬৫ (পঁইষট্টি) বস্তা পোস্তদানা ও ৪২ (বিয়াল্লিশ) বস্তা চা।
📌 RJ 11 GD 3460 থেকে: ১০৫ (একশো পাঁচ) বস্তা পোস্তদানা।
⚖️ প্রতিটি বস্তার ওজন আনুমানিক ৫০ কেজি। মোট জব্দ হওয়া মালামালের বাজারমূল্য প্রায় ₹১.৫ কোটি 💰। জব্দকৃত সামগ্রীর দাবিদার হিসেবে এখনো কেউ সামনে আসেনি।
✅ এই বড় সাফল্য আবারও প্রমাণ করলো জলপাইগুড়ি জেলা পুলিশের নিষ্ঠা, সতর্কতা ও সমাজ রক্ষায় তাদের অটল প্রতিশ্রুতি।
🚔 Today on 25-08-2025, acting on a secret source input this evening, Banarhat P.S. under Jalpaiguri District Police conducted a successful search operation at Ambadipa under Banarhat PS. During the operation, two vehicles were detained:
1️⃣ RJ 11 GD 3460 (six-wheeler container)
2️⃣ AS 25 EC 7404 (six-wheeler)
🔎 On thorough search of the vehicles, the following recoveries were made:
📌 From AS 25 EC 7404: 65 (sixty-five) bags of poppy seeds and 42 (forty-two) bags of tea.
📌 From RJ 11 GD 3460: 105 (one hundred and five) bags of poppy seeds.
⚖️ Each bag weighs approximately 50 kg. The total seized contraband is valued at nearly ₹1.5 Crore 💰. No claimant has come forward for the seized items.
✅ This major success once again highlights the dedication, vigilance, and commitment of Jalpaiguri District Police in curbing illegal trade and protecting society.
No comments:
Post a Comment