এবার জামায়াতে ইসলামী, দীর্ঘ ১৭ বছর পর
একদিনেই ১০ লক্ষ মানুষকে ঢাকায় জড়ো করতে মরিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য চার জোড়া অর্থাৎ আটটি ইন্টারসিটি ট্রেন ভাড়া করেছে তারা। ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে এখন শুধুই পাঞ্জাবি - পায়জামা আর টুপি পরা মানুষের ভিড়।
মহাসমাবেশে আসা মানুষদের অজু করার জন্য কয়েকশো ট্যাপ বসানো হয়েছে। অনেকেই বাড়ি থেকে তাদের বিবিদের রান্না করা খাবার নিয়ে এসেছেন। মাঠে বসে সেসব খাচ্ছেন। অনেকে বলছেন যে তারা নিজের টাকা খরচ করে সমাবেশে এসেছেন।
দীর্ঘ সতেরো বছর পর জামায়াতে ইসলামীর এত বড়ো আর জাতীয় স্তরের মহাসমাবেশ হচ্ছে। জামায়াতের সমাবেশের জন্য আজ, শনিবার ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাপক যানজট হয়। এমন যানজট হবে এটা আগাম উপলব্ধি করে জামায়াতের পক্ষ থেকে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ঢাকাবাসীর কাছে ক্ষমা চাওয়া হয়েছে।
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ফের জেগে উঠেছে জামাত - শিবির। আগামীতে ক্ষমতার স্বাদ পেতে মরিয়া তারা। এদিন নিজেদের সাতদফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এই মহাসমাবেশের ডাক দিয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের ক্ষমতা আর জনভিত্তি জাহির করার ক্ষেত্রে এই মহাসমাবেশ জামায়াতে ইসলামীকে "এক্সট্রা মাইলেজ" দিবে এতে কোনো সন্দেহ নেই।
No comments:
Post a Comment