Breaking

Wednesday, July 16, 2025

বোড়োল্যান্ড সিইএম কাপ-এর বর্ণাঢ্য সমাপ্তি

বোড়োল্যান্ড সিইএম কাপ-এর বর্ণাঢ্য সমাপ্তি


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি  তাঁর 'মন কি বাত ' অনুষ্ঠানে বোড়োল্যান্ড সিইএম কাপ ফুটবল টুর্নামেন্টকে "ঐক্য ও আশার উৎসব" বলে উল্লেখ করে এর উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। তিনি এই উপলক্ষ্যে বিবৃতিও পাঠিয়েছিলেন। 
     মঙ্গলবার এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এবারের প্রতিযোগিতায় ৩৭০০-এর বেশি দল এবং ৭০,০০০ প্রতিযোগী অংশ নেন। এঁদের একটা বড়ো অংশ ছিলেন মহিলা খেলোয়াড়। 
      এদিনের অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা উপস্থিত ছিলেন। তিনিও এই ক্রীড়া প্রতিযোগিতার প্রশংসা করে বলেন, আগামীদিনে এই প্রতিযোগিতা ফুটবলের ক্ষেত্রে নবজাগরণ ঘটিয়ে এখানকার উজ্জ্বল সম্ভাবনার নয়া ক্ষেত্র উন্মোচন করবে। এখানকার ক্রীড়ার বিকাশে ১২৫ কোটি টাকা ব্যয়ে আগামীতে একটি স্টেডিয়ামও  নির্মাণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
      প্রসঙ্গত, ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে এদিন মূল আকর্ষণ ছিল স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার শিল্পীদের দ্বারা আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকলকে মুগ্ধ করেছে।

No comments:

Post a Comment