ফারাক্কা ব্যারাজের উপর ট্রেনের বিদ্যুৎবাহী তার ছিঁড়ে বিপত্তি
চরম অঘটন ঘটল রবিবার সাতসকালে। এদিন সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ ফারাক্কা ব্যারাজের উপরে ছিঁড়ে পড়ল ট্রেনের বিদ্যুৎবাহী তার। এতে ব্যারাজের উপরেই আটকে পড়েছিল যাত্রিবাহী মালদা - আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। এরপর আজিমগঞ্জ- জঙ্গিপুর -মালদা শাখায় ট্রেন এবং মালগাড়ি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ফারাক্কা-রামপুরহাট শাখাতেও। ইতিমধ্যে মালদা - আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটিকে সরানো হয়েছে এবং এই পথে ট্রেন চলাচল সাড়ে ১১টা থেকে স্বাভাবিক হতে শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন আজিমগঞ্জ প্যাসেঞ্জার নিউ ফারাক্কা স্টেশনে ঢোকার মুখে তার ছেঁড়ার ঘটনা ঘটেছে। ফলে ব্যারাজের উপরে সজোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। তারটি কীভাবে ছিঁড়ে পড়ল, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় প্রাথমিকভাবে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ছিঁড়ে পড়া বিদ্যুতের তার দ্রুত সরানোর ব্যবস্থা করেন রেলকর্মীরা। ঘটনার খবর পেয়ে ফারাক্কায় পৌঁছেছেন রেল দপ্তরের কর্তারা।
No comments:
Post a Comment