Breaking

Friday, August 22, 2025

বিবেক, বোধবুদ্ধি আর বাস্তবতার প্রয়োগ

 বিবেক, বোধবুদ্ধি আর বাস্তবতার প্রয়োগ




      মানুষের পরমবন্ধু, প্রথম পোষা প্রাণী ওরা। সারমেয়রা পাড়ায় পাড়ায় দিনের সঙ্গী, রাতের পাহারাদার। 

     মানুষের পরম আপনজন, অনুগত আর বিশ্বস্ত ওরা। তবুও ওরা পড়ে থাকে পথে-প্রান্তরে। সেখান থেকেও ওদের সরানোর চেষ্টা, সর্বোচ্চ আদালত পর্যন্ত ওদের টেনে নিয়ে যাওয়া...!

     ওরা নির্বাক, তবে বুদ্ধি বা বিবেকহীন নয়। আধুনিক স্বার্থসর্বস্ব মানুষের চেয়ে ওরা কোন অংশে কম...?

     ওরা নিজেদের স্বার্থে আদালতে গিয়ে আওয়াজ দিতে পারে না। ওদের ভাষা দরদ দিয়ে ওদেরই চোখের ভাষায় পড়তে হয়। 

     আদালত মানুষের কথাই শোনে, তাদের ভাষা বোঝে। আবার মানুষের বিবেক, বিবেচনা ও বোধবুদ্ধিও আদালতকেই প্রয়োগ করতে হয়। আর শেষপর্যন্ত আদালত সেটাই করল। 


No comments:

Post a Comment