Breaking

Tuesday, August 12, 2025

ত্রিরঙ্গা মহোৎসব


 #ত্রিরঙ্গা_মহোৎসব : রাজ্যের ঐতিহ্য, লোকজীবন আর লোকসংস্কৃতির মেলবন্ধন করে সামগ্রিক বিকাশসাধন সম্ভব হলেই কোনো স্থানের প্রকৃত উন্নয়ন সম্ভব। স্বাধীনতা দিবসের আগে এমন বার্তা দিয়ে ত্রিরঙ্গা মহোৎসবে শামিল হয়েছে অরুণাচল প্রদেশ।

         এই উপলক্ষ্যে ইটানগরে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যপাল কে টি পারনায়ক। প্রদর্শনীতে রাজ্যের কৃষক, হস্তশিল্পী, তাঁতিদের তৈরি নানা দ্রব্যের পাশাপাশি কুটিরশিল্পে উৎপাদিত সামগ্রীও স্থান পেয়েছে। মঙ্গলবার শুরু হওয়া এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপালের সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও।

No comments:

Post a Comment